যৌন হয়রানির অভিযোগে শাবি ক্যাম্পাসে দায়িত্বরত কনস্টেবল প্রত্যাহার

যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বরত এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

শাহাজলাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 03:31 PM
Updated : 19 Jan 2017, 03:31 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি আকতার হোসেন।

কনস্টেবল মিজানুর রহমান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, বুধবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রিকেট খেলা চলার সময় ওই পুলিশ সদস্য তাদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন।

“এ সময় উপস্থিত বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা তাকে আটক করে তার পরিচয় জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে গণিত বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেন।”

ওই ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক মনে হলে শিক্ষার্থীরা তাকে ফোন করে বিষয়টি জানায় বলে জানান সহকারী প্রক্টর আলমগীর কবির।

তিনি বলেন, “আমি এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে অফিসে নিয়ে যাই। তখন তিনি নিজেকে শাহপরান হলে কর্মরত পুলিশ বলে দাবি করেন।

“পুলিশের কনস্টেবল পরিচয় পাওয়ার পরপরই আমি জালালবাদ থানার ওসিকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলি।”

ওসি আকতার বলেন, তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।