গাজীপুরে গৃহবধূ হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

গাজীপুরে ১৮ বছর আগে এক গৃহবধূ হত্যা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 11:46 AM
Updated : 18 Jan 2017, 11:46 AM

বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন কাপাসিয়া উপজেলার ভিটিরটেক এলাকার আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশনারা।

যাবজ্জীবনের পাশাপাশি আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান।

তাছাড়া মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হলে তাদের অব্যহতি দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, জমির আইল কাটা নিয়ে বিবাদের জেরে ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে ছোট ভাই আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশনারা এবং মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা খাতুনের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মাইনুদ্দিন ও তার স্ত্রী রওশনারা ভাই সফিউদ্দিনকে দা দিয়ে দিয়ে ও ভাবি রহিমাকে কোদাল দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন।”

আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ জানুয়ারি রহিমার মৃত্যু হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে নিহতের ভাই ফাইজুদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় চারজনকে আসামি করে মামলা করেন। পরে ১৯৯৮ সালের ২৫ অগাস্ট কাপাসিয়া থানার এএসআই মো. আবু হানিফ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।