গুলি ছুড়ে উল্লাস করা মেয়রকে শোকজ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর মেয়রকে একটি অনুষ্ঠানে নিজের শটগান থেকে গুলি ছোড়ার কারণ ব্যাখ্যা করতে বলেছে জেলা প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 11:49 AM
Updated : 16 Jan 2017, 11:49 AM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, রোববার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামীমুল ইসলাম ছানাকে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয়।

গত ১০ জানুয়ারি ভাতিজির গায়ে হলুদ অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সমালোনার মুখে পড়েন শামীমুল।

ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানমালের নিরাপত্তা রক্ষা ছাড়া লাইসেন্সকৃত অস্ত্র থেকে কোনো অবস্থাতেই গুলি ছোড়া যাবে না।

“কিন্তু মেয়র শামীমুল ইসলাম ছানা একটি বিয়ের অনুষ্ঠানে তার লাইসেন্সকৃত শটগান থেকে গুলি ছুড়েছেন এমন সংবাদ গণমাধ্যমে এসেছে।” 

তিনি জানান, বিধি বহির্ভূতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করায় কেন তার শটগানের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে মেয়র শামীমুলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের জবাব দিতে না পারলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে শামীমুল ইসলাম ছানা বলেন, “শুনেছি আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। চিঠিটি এখনও হাতে পাইনি; পেলে জবাব দেব।”