রূপগঞ্জে মন্দিরে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 04:09 PM
Updated : 14 Jan 2017, 04:09 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার ভুলতা এলাকাররাধা-কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল।

তিনি বলেন,শুক্রবার রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ৪/৫টি মোটরসাইকেলে এসে প্রথমে কীর্তনের কুঞ্জে আগুন ধরিয়ে দেয়। এরপর রাধা-কৃষ্ণ মন্দিরে হামলা চালায়।

“হামলাকারীরা মন্দিরের ভিতরে থাকা দেবতা অদৈত্তের দুই হাত, শ্রীবাসের গলা ও দুই হাত, রাধা-কৃষ্ণের গলা কেটে ও হাত-পা ভেঙ্গে জুতার মালা পড়িয়ে দেয়।”

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম বলেন, মন্দিরে একটি অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে