নাটোরে অস্ত্রসহ ‘জেএমবি’ সদস্য আটক

নাটোর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমবির এক সন্দেহভাজন সদস্যকে অস্ত্রশস্ত্রসহ আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 05:23 AM
Updated : 14 Jan 2017, 05:24 AM

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পাবনাপাড়া নামে পরিচিত চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ফজলুর রহমান (২২) ওই গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নাটোর ও বগুড়া পুলিশের যৌথ দল।

“সেখান থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ১৭টি গুলি, দুটি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। আর আটক করা হয় জেমবি সদস্য ফজলুর রহমানকে।”

আটক ফজলুরকে জিজ্ঞাসাবাদসহ তাকে নিয়ে আরও অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

অভিযানে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন বলেও জানান নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয়।