পিরোজপুরে সোনা চুরির চেষ্টা: ৪ নারী আটক

পিরোজপুরে নেছারাবাদে সোনার দোকানে চুরির চেষ্টাকালে চার নারীকে আটক করেছে পুলিশ।

মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 12:24 PM
Updated : 12 Jan 2017, 12:24 PM

এরা হলেন, হাসি আক্তার (২০), জোসনা বেগম (২৭) বিউটি বেগম (২৬) ও রাবেয়া বেগম (৫৫)। তাদের বাড়ি বাগেরহাট সদরের শেখপাড়া এলাকায়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইন্দেরহাট বাজারের অর্পণা জুয়েলার্স থেকে তাদের আটক করা হয় বলে নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে বোরকা পড়া চার নারী অর্পণা জুয়েলার্স আসেন।

“তারা ঘণ্টা খানেক বিভিন্ন ধরনের সোনার গহনা দেখেন। এক পর্যায়ে রূপার একটি নূপুর পছন্দ করে তা পায়ে পড়ানোর জন্য দোকান কর্মচারীকে ডাকেন। দোকান মালিক রত্নেশ্বর নূপুর পড়িয়ে দিতে এগিয়ে এলে এক নারী সোনা ভরতি একটি কোটা ব্যাগে ভরে ফেলেন।

“রত্নেশ্বর বিষয়টি বুঝতে পেরে কাউকে কিছু না বলে দোকানের সাটার টেনে দিয়ে ডাক-চিৎকার দিয়ে লোক জড়ো করেন। পরে পুলিশ এসে চার নারীকে আটক করে।”

ওই চার নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল।