খালেদার সাজার অপেক্ষায় এরশাদ

বিএনপি বিভিন্ন ‘মিথ্যা মামলায়’ তাকে শাস্তি দিয়েছিল উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন তিনি খালেদা জিয়ার সাজার অপেক্ষায় আছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 12:06 PM
Updated : 9 Jan 2017, 01:33 PM

সোমবার দুপুরে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, বিএনপির অবস্থা খুবই করুণ। দলটির এখন টিকে থাকাই দায়। বিএনপি কী বললো, না বললো তাতে কিছু আসে যায় না।

“বিএনপি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে, শাস্তি দিয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজেই এখন দুর্নীতির মামলায় আদালতে যাচ্ছেন। শুনছি তারও নাকি সাজা হবে।”

তিনি সেই দিনটার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত।

সংসদ সদস্যদের পুলিশী নিরাপত্তার বিরোধিতা করে জাপা চেয়ারম্যান বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি পুলিশ প্রটোকলে চলা ফেরা করেন তাহলে জনগণের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন।

“যারা এ ধরনের নিরাপত্তা চান তাদের জনপ্রতিনিধি হওয়া উচিত নয়।”

সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে দাবি করে এরশাদ বলেন, জাতীয় পার্টির এখন অনেক সুসংগঠিত। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।

তিনদিনের সফরে সকালে রংপুর আসেন এরশাদ। পরে নিজ বাড়ি পল্লীনিবাসে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসীরসহ জেলা ও মহানগর শাখান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।