মাজারের চাঁদা নিয়ে মারামারিতে বাবা নিহত, ছেলে আহত

শেরপুরে মাজারে ওরশের জন্য চাঁদা তোলা নিয়ে  কথা কাটাকাটি থেকে  হামলায় এক ব্যক্তি নিহত এবং তার ছেলে আহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 07:49 PM
Updated : 28 Dec 2016, 07:50 PM

নিহত আব্দুল মোতালেব (৬৫) শেরপুর সদর উপজেলার প্রতাবিয়া গ্রামের বাসিন্দা। আহত তার ছেলে ওয়াসিমকে (২৫)  শেরপুর  জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকায় তাদের উপর হামলা হয় বলে শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।

রাত পৌনে ১টার দিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চৈতনখিলা বটতলা এলাকার একটি  মাজারে ওরশ চলছে। এ উপলক্ষে  মোতালেব বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয় সালাম ও তার কয়েকজন সহযোগী তাকে বাধা দেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে  সালাম সমর্থকদের হামলায়  মোতালেব ও তার ছেলে ওয়াসিম আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর  জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের আরএমও ডা. মো. মোবারক হোসেন জানান,  মোতালেবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।