ফরিদপুরে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন পুস্তক ব‌্যবসায়ীরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 10:19 AM
Updated : 26 Dec 2016, 10:19 AM

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ফরিদপুর শাখার পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বলেন, “সৃজনশীল লেখকদের বই বিভিন্ন শ্রেণিতে পাঠ্য করার দাবিতে আমাদের তিন দিনের কর্মসূচির রয়েছে। এর মধ্যে প্রথম দিনে মানববন্ধন এবং মঙ্গল ও বুধবার দুই দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।”

অন‌্যদের মধ‌্যে সমিতির নেতা মোস্তাফিজুর রহমান, মজিবুর রহমান বাদল, এম এম শাহজাহান বাকি মিয়া ও বিপ্লব সেনগুপ্ত মানববন্ধনে বক্তব্য দেন।

প্রস্তাবিত শিক্ষা আইনে সৃজনশীল অনুশীলনমূলক বই প্রকাশে নানা ‘প্রতিবন্ধকতা’ রয়েছে অভিযোগ করে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন থেকে তিন দিনের এই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

ব‌্যবসায়ীদের এই সমিতির দাবি, এনসিটিবিকে শুধুমাত্র কারিকুলাম প্রণয়ণ ও গবেষণার কাজে নিয়োজিত রেখে বই প্রকাশের দায়িত্ব বেসরকারি প্রকাশকদের হাতে ছেড়ে দিতে হবে।