সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদার বড়বলদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 12:13 PM
Updated : 21 Dec 2016, 12:13 PM

বুধবার ভোরে বড়বলদিয়া সীমান্তের ৮৪ মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান।

আটকৃতরা হলেন উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আজগার আলী (৫০) ও মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে মোহাম্মদ মামুন (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কর্মকর্তা আমির বলেন, ভোরে পাঁচজন বাংলাদেশি গরু আনতে বড়বলদিয়া সীমান্ত দিয়ে ভারতের ঢোকে।

“এ সময় আজগার ও মামুন বিএসএফের হাতে ধরা পড়লেও অন্য তিনজন পালিয়ে বাংলাদেশে চলে আসে।”

আটকের পর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও আটককৃতদের ফেরত আনা সম্ভব হয়নি; তার আগেই তাদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।