দিনাজপুরে নবজাতক উদ্ধার

দিনাজপুর শহরে সদ্যোজাত এক মেয়েশিশুকে আবর্জনার স্তূপে বালুচাপা দেওয়া অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 08:35 AM
Updated : 20 Dec 2016, 09:51 AM

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, রোববার মধ্যরাতে শহরের পাটুয়াপড়া এলাকার একটি আবর্জনার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে বালুচাপা দিয়ে রাখা হয়েছিল।  

দিনাজপুর মেডিলে কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক হালিমা সরকার জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এখানেই তার নাড়ি কাটার পর চিকিৎসা দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠে।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার সাবিনা ইয়াসমিন শিশুটিকে সযত্নে আগলে রেখেছেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে অনেক নিঃসন্তান মা শিশুটিকে লালন-পালনের দায়িত্ব পাওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

ওসি রেদওয়ানুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেকেই আবেদন করলেও শিশুটির ভবিষ্যৎ ভেবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কার কাছে দিলে ভালো হবে।

সচ্ছল ও নিঃসন্তান মায়েদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।