মাদারীপুরে ইজতেমা শুরু

মাদারীপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের জেলা পর্যায়ের ইজতেমা।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 06:23 AM
Updated : 15 Dec 2016, 06:23 AM

জেলা শহরের এ আর হাওলাদার জুটমিল মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।

মাদারীপুর ইজতেমা আয়োজন কমিটির আমির ইলিয়াস আহম্মদ জানান, টঙ্গীর তুরাগতীরে একসঙ্গে ৬৪ জেলার মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ইজতেমাকে দুই ভাগ করা হয়েছে।

“গত বছর যে ৩২ জেলা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিল সেই জেলাগুলো এবার নিজ জেলায় ইজতেমা করবে। তারই অংশ হিসেবে মাদারীপুরের এই ইজতেমা।”

জেলা ইজতেমা সফল করতে পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশসহ সাদা পোশাকের পুলিশ সর্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শদ বলেন, “ইজতেমার জন্য সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইজতেমা ঘিরে মেডিকেল টিম ও সর্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।”

টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রতিবছর অংশগ্রহণকারীদের ক্রমবর্ধমান চাপ মোকাবেলার পদক্ষেপ হিসেবে ২০১৫ সাল থেকে ৩২টি জেলা অংশ নিচ্ছে। এক বছর যে ৩২ জেলা অংশ নেয় তারা পরের বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ না নিয়ে নিজ জেলার ইজতেমায় অংশ নেবে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় ৩২ জেলা দুই ভাগে ভাগ হয়ে দুই দফায় অংশ নেয়।