নানিয়ারচরে আনারস বাগান কর্তন, আটক ৫

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশাল এলাকার আনারস বাগানের চারা কেটে দেওয়া হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2016, 06:05 PM
Updated : 12 Dec 2016, 06:05 PM

নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের পুলিপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় সোমবার আইন-শৃঙ্খলা বাহিনী পাঁচ জনকে আটক করেছে।

আনারস বাগান কাটার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

এদিকে, আটককৃতদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ ডেকেছে স্থানীয় পাহাড়িরা।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, শনিবার মধ্যরাতে ৩ নম্বর বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দুর্বৃত্তরা আনারস চাষি জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২ হাজার আনারস চারা কেটে ফেলে।

ওই ঘটনায় মধু মিয়া বাদী হয়ে রোববার নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি লতিফ জানান, মধু মিয়ার মামলায় ২০ জনের নাম উল্লেখসহ ৫৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলার প্রেক্ষিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মংলা অং মারমা (৫০), হ্লাতু আ মারমা (৩০), রেণু মারমা (৫০) ও চাই ঞুরুই মারমাকে (৬৩) আটক করেছে।

বুড়িঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য অংচা প্রু মারমা বলেন, আটকৃতদের মুক্তি ও ভূমি বেদখলের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ ডেকেছে স্থানীয় পাহাড়িরা।

বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা বলেন, পুলি পাড়া স্থানীয় পাহাড়িদের কাছ থেকে দুই বাঙালি এক একর ৪০ শতক জমি বন্দক নেন। সেখানে ৩৫ হাজার আনারস চারা রোপন করা হয়। গত শনিবার রাতে কেউ আনারস বাগানের চারা কেটে দেয়।

আনারস বাগান কেটে ধ্বংস করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরের দিকে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

শহরের চেম্বার অফ কমার্সের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার আলি, পার্বত্য যুব ফ্রন্টের সভাপতি আব্দুল মান্নান, সম-অধিকার নেতা মো. ইউনুস প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।