গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন, অর্ধশতাধিক আহত

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 02:13 PM
Updated : 8 Dec 2016, 02:13 PM

এ সময় ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও যাত্রীরা নিরাপদে নেমে যায় বলে দাবি রেলওয়ে পুলিশের।

বৃহস্পতিবার কালীগঞ্জে আউটার সিগন্যাল এলাকায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেসে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে জানান কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার।

এলাকাবাসীর বরাত দিয়ে কালীগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস বিকাল ৫টার দিকে কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় পৌঁছায়।

“এ সময় ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে আগুন লাগলে পুরো ট্রেন ধোঁয়ায় ভরে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে চালক ট্রেনটির গতি কমিয়ে দেন। এতে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে গিয়ে থেমে যায়।”

পরে যাত্রীরা নিরাপদে ট্রেন থেকে নেমে যায় বলে জানান তিনি। 

তবে স্থানীয়রা জানান, আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে কারো অবস্থা গুরুতর নয়।

কালীগঞ্জ রেলস্টেশনের মাস্টার দীলিপ চন্দ্র দাস জানান, দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরলে ট্রেনটি দড়িপাড়া এলাকায় এসে থেমে যায়।এসময় আতঙ্কিত হয়ে কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।

তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।