কুয়াশায় ঢাকা পদ্মা, ২ ঘাটে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় ঢেকে থাকায় পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 02:44 AM
Updated : 7 Dec 2016, 06:01 AM

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে বুধবার ভোর ৫টা থেকে আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল পৌনে ৭টা থেকে ফেরি বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে ৬টা ৫০ মিনিটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছে। এছাড়া পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে সাতটি ফেরি কুয়াশার কারণে ছাড়তে পারছে না।”

উভয় ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানান ঘাট কর্মকর্তা খোরশেদ আলম।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশা নামতে শুরু করে।

“ভোর ৫টার দিকে কুয়শা বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ সম্পূর্ণ ঢাকা পড়লে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে সহ্রাধিক যাত্রী নিয়ে সাতটি ফেরি আটকা পড়েছে।”

এছাড়া দুই ঘাটে দুই শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান এজিএম খালেদ।