রাজবাড়ীতে ৫ মন্দিরের প্রতিমা ভাংচুর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাঁচটি পারিবারিক মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2016, 11:30 AM
Updated : 29 Nov 2016, 11:30 AM

সোমবার রাতের কোনো এক সময়ে ছোটভাকলা ইউনিয়নের চরকাচরোন্দ গ্রামে শিব ও কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটেছে বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম।

গ্রামের সমর শীল, মন্টুলাল শীল, পার্থবরণ দাস, পলান কর্মকার ও রতন কর্মকারের পারিবারিক মন্দিরে প্রতিমা ভাংচুর হয়। সেইসঙ্গে রতন কর্মকারের মন্দিরের শিবের প্রতিমা নিয়ে গেছে বলে জানান তিনি।

একমাস আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে আরও বেশকিছু মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে, যা দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

মন্টু শীলের স্ত্রী মহারানী শীল বলেন, ভোরের দিকে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের প্রতিমা ভেঙে পড়ে আছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার বলেন, যারা এই অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

তাছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সার্কেল এবং গোয়ালন্দ থানার ওসিকে নিয়ে করা ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।