নওগাঁয় পাবিবারিক কলহে বাবা-ছেলে খুন

নওগাঁ সদরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে পরিবারের অপর সদস্যদের শিলনোড়ার আঘাতে ওই ছেলেরও মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 09:33 AM
Updated : 25 Nov 2016, 09:33 AM

নিহতরা হলেন সিমুলিয়া গ্রামের সরদারপাড়ার তাজিম উদ্দিন সরদার ও তার ছেলে আশরাফুল ইসলাম।

সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে বাড়ি থেকে তাজিম উদ্দিন সরদারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আশরাফুলের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি তোরিকুল বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাজিম ও আশরাফুলের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে আশরাফুল একটি ধারালো বটি দিয়ে তাজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেন, বাড়ির অন্য সদস্যরা আশরাফুলকে বাধা দিতে গেলে ওই বটি নিয়েই তাদের কোপাতে ধাওয়া করেন তিনি।এ সময় বাড়ির লোকজন একটি শিলনোড়া দিয়ে তার মাথায় আঘাত করলে আশরাফুল মারাত্মক আহত হন।

ওসি জানান, রাতেই আশরাফুলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়।

এ ঘটনায় তাজিম উদ্দিনের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি তোরিকুল।