জনগণের সঙ্গে ভাল ব্যবহার করুন: ওবায়দুল কাদের

জনগণের সঙ্গে খারাপ আচরণকারীদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তাদের সঙ্গে নেতাদের ভাল ব্যবহারের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 02:13 PM
Updated : 16 Nov 2016, 02:13 PM

বুধবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বসন্তের কোকিলেরা’ সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে, উল্টা-পাল্টা করলে খবর আছে।

“জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছে; শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই, দরকার কর্মীর।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।