রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নরসিংদীর রায়পুরায় দুই চেয়ারম্যানের সর্মথকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 01:05 PM
Updated : 13 Nov 2016, 01:06 PM

রোববার দুপুর ২টার উপজেলার নিলক্ষা গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান।

আহতরা হলেন নুরে আলম (২০), ফারুক (২৫), ইব্রাহিম (২০), আলমগীর ও (২২) জামাল মিয়া (২৩)। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ বলছে, আহতদের মধ্যে জামাল টেটাবিদ্ধ ও অন্যরা গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজহারুল বলেন, “নিলক্ষা ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থক ছোমেদ আলী, মোতালিব মেম্বারসহ গ্রামের প্রায় শ’খানেক লোক সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালায়।

“এ সময় টেটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে গুলি বিনিময় হয়। এ ঘটনায় অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।”

ঘটনাস্থল ও এর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।