জীবননগরে দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুটি বাস ও একটি শ্যালো ইঞ্জিনচালিত যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৩ জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 07:12 AM
Updated : 5 Nov 2016, 08:05 AM

মনোহরপুর গ্রামে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একটি বাসের চালকের সহকারী স্বপন আলী (২৮) ও শ্যালো ইঞ্জিনচালিত যানের (আলমসাধু) অজ্ঞাত পরিচয় চালক।

আহতদের চুয়াডাঙ্গা, জীবননগর ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জীবননগর থানার ওসি মোল্লা জাকির আহমেদ জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে জীবননগর হয়ে দর্শনার দিকে আসছিল পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস।

“বাসটি জীবননগরের মনোহরপুর গ্রামের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস ও একটি আলমসাধুর সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।”

এতে পূর্বাশা পরিবহনের চালকের সহকারী ও আলমসাধুর চালক ঘটনাস্থলে মারা যান বলে জানান ওসি।

সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে রাস্তা ছিল পিছল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।