শেরপুরে হত্যা মামলায় সহোদরের যাবজ্জীবন

শেরপুরে হাবিবুর রহমান হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 01:11 PM
Updated : 3 Nov 2016, 01:11 PM

বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

এরা হলেন- শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের প্রয়াত ছফেদ আলীর ছেলে এরশাদ আলী (৫৫) ও আনসার আলী (৫০) ।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলাম, শাপলা মিয়া, মোক্তার আলী, মিয়ার উদ্দিন ও ফারুক মিয়া নামে পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী ইমাম হোসেন জানান, পূর্ব শক্রতার জেরে  ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার সাপমারী গ্রামের হাবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এরশাদ আলীসহ অন্যরা। পরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই হরমুজ আলী এরশাদসহ নয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। ২০০৪ সালের ১৯ মে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রায়ে দণ্ডিতদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।