হবিগঞ্জে খুনের দায়ে পাঁচজনের ফাঁসির রায়

হবিগঞ্জে মোক্তাদির আলী নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 07:47 AM
Updated : 25 Oct 2016, 08:34 AM

মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভিন ১৪ বছরের আগের এ হত‌্যা মামলার রায় ঘোষণা করেন।

পাঁচজনের সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি ২৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গোয়ালজুর গ্রামের আনিস মিয়া, ফরাশ মিয়া, জমসেদ, বজলু মিয়া ও নুরুল মিয়া। 

রায় ঘোষণার সময় আনিস মিয়া, ফরাশ মিয়া ও বিভিন্ন মেয়াদে দণ্ডিত ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ ।

মামলার বিবরণ থেকে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোয়ালজুর গ্রামের মোছদ্দর আলীর ছেলে মোক্তাদির আলীকে ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি বাড়ির পাশে হাওড়ের জমিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এপিপি বলেন, ঘটনায় দিন নিহতের বড় ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের জুলাই মাসে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন সময়ে তিন আসমির মৃত‌্যু হয়।