গম আত্মসাতের মামলায় দণ্ডিত আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুঃস্থ মহিলাদের ভিজিডি কার্ডের গম আত্মসাতের মামলায় দণ্ডিত স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 02:40 PM
Updated : 24 Oct 2016, 02:40 PM

সোমবার ভোর রাতে নিজ বাড়ি থেকে গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মোকলেছুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

উলিপুর থানার ওসি একেএম আব্দুল্লা আবু সাইদ জানান, চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৯৪ সালে দুঃস্থ মহিলাদের জন্য বরাদ্দ করা ভিজিডি কার্ডের ১২ মেট্রিক টন গম আত্মসাতের মামলা দায়ের করে সরকার।

ওসি বলেন, ওই মামলায় কুড়িগ্রাম জেলা জজ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়।