বগুড়ায় মাদ্রাসা ছাত্র ‘নিখোঁজ’

বগুড়ার কাহালু উপজেলার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 05:33 PM
Updated : 27 Sept 2016, 05:41 PM

কাহালু থানায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রাব্বি হোসেন (১৩) নামের ওই কিশোর কাহালু উপজেলার নারিকেলি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

জয়নাল আবেদিন জানান, তার ছেলে রাব্বি ২২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি। পরে খোঁজ নিলে ওইদিন সে মাদ্রাসায় যায়নি বলে শিক্ষকরা জানান।  

সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি বলে জানান জয়নাল।

কাহালু থানার ওসি নূরে আলম জানান, ছাত্রটির বয়স একেবারে কম। তার জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা কম। তবুও এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে কয়েকজন আগে ছাত্র থেকে নিখোঁজ ছিল বলে জানা যায়। ওই ঘটনার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা দিতে বলে সরকার।