স্ত্রীকে কোপানোর দায়ে স্বামীর ৭ বছরের দণ্ড

রাজশাহীতে এক বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম করার দায়ে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 10:47 AM
Updated : 27 Sept 2016, 10:47 AM

মঙ্গলবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. শহীদ আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেনের বাড়ি (৪৫) রাজশাহীর বাগামারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে।

একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই লাখ টাকা যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ৩১ জানুয়ারি স্ত্রী ঝর্ণা বিবিকে (৪০) মারধর করে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে কোপ দেয় সোহরাব। এতে ঝর্ণার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

ঘটনার দুই দিন পর ঝর্ণা বিবি বাগমারা থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান তিনি।