চারঘাটে ডাল কলে ডাকাতি, ট্রাকসহ আটক ৪

রাজশাহীর চারঘাটে একটি ডাল কলে ডাকাতি করে পালানোর সময় ট্রাকসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 11:07 AM
Updated : 27 Sept 2016, 06:14 AM

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ডাল বোঝাই একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন।

আটককৃতরা হলেন খুলনার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের মুকিদুর রহমানের ছেলে খোকন আলী (২৮), ময়মনসিংহ সদর থানা এলাকার খামারতরী গ্রামের শমশের আলীর ছেলে আতাউর রহমান (২৭), রাজশাহীর পুঠিয়া উপজেলার কুঠিপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আসাদুল হক ওরফে আসাদ (৩০) এবং একই উপজেলার মাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসাদুল হক ওরফে রানা (২৮)।

সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানান তিনি।

ওসি নিবারণ বলেন, রোববার রাতে হলিদাগাছী তালতলায় চারঘাট-বানেশ্বর সড়কের পাশে জামান সটিং অ্যান্ড ডাল মিলে ১৩/১৪ জনের সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। তারা মিলের কর্মচারীদের মারধর করে গুদামের তালা ভেঙে প্রায় ৭০০ বস্তা মশুর ডাল দুটি ট্রাকে তুলে নেয়।

“পরে একটি ট্রাক বাঘার দিকে চলে গেলেও অন্য ট্রাকটি একটি মোটরসাইকেল অনুরসরণ করে বানেশ্বরের দিকে রওনা দেয়। খবর পেয়ে পুলিশ বানেশ্বরমুখী ট্রাকটিকে ধাওয়া করে এলাকায় আটক করে।”

এ ঘটনায় মিল মালিক শহীদুজ্জামান সজল বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।