ফ্ল্যাট লিখে না দেওয়ায় মাকে নির্যাতন, ছেলে ও বউ গ্রেপ্তার

ফ্ল্যাট লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জ শহরে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 03:38 PM
Updated : 25 Sept 2016, 03:38 PM

শনিবার রাতে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার টিএসআই উত্তম কুমার।

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়ার চন্দন কর্মকার (৪২) ও তার স্ত্রী লক্ষী রাণী কর্মকার (৩০)।

আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, শহরের নয়ন সুপার মার্কেটে অষ্টম তলার একটি ফ্ল্যাট লিখে না দেওয়ার জন্য মা হরিমতি কর্মকারকে নির্যাতন করতেন চন্দন ও তার স্ত্রী। গত ২২ সেপ্টেম্বর বিকালে ঘরের আলমারি থেকে ফ্ল্যাটের মূল দলিল ও নগদ ২১ হাজার টাকা চুরি করে নেওয়ার সময় শব্দ পেয়ে হরিমতি জেগে উঠে বাধা দেন।

“এ সময় তাকে মারধর করে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।”

এ  ঘটনায় শনিবার রাতে ছেলে চন্দন কর্মকার ও তার স্ত্রী লক্ষ্মী রাণী কর্মকারকে আসামি করে একটি মামলা করেন হরিমতি। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।