নাইক্ষ্যংছড়িতে লাঠি-সোঁটা নিয়ে বৌদ্ধ বিহারে হামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এদকল সন্ত্রাসী লাঠি-সোঁটা নিয়ে রাতে একটি বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 06:13 PM
Updated : 4 August 2016, 08:43 PM

তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যাওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ধাবনখালী বৌদ্ধ বিহারে এ হামলা হয় বলে বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আবু মুছা জানান।

তিনি বলেন, “লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রাতে একদল সন্ত্রাসী বৌদ্ধ বিহারে হামলা চালায়। এ সময় বিহার থেকে মাইকিং করা হলে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

এ ঘটনার পরপর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

হামলায় বিহারের দরজা-জানালাগুলো ভেঙে গেছে এবং কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বিহারের অধ্যক্ষ তাইন্নমা।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে একদল লোক বৌদ্ধ পল্লীতে হামলা চালিয়ে বিহার ও বসতিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।