দুদকের মামলায় লালমনিরহাটে রাকাব কর্মকর্তাকে কারাগারে

অর্থ আত্নসাতের অভিযোগে দুদকের করা মামলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছে লালমনিরহাটের একটি আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 04:49 PM
Updated : 19 July 2016, 04:49 PM

লালমনিরহাট আদালত পুলিশের পরিদর্শক জুলফিকার মো.আসাদুজ্জামান মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত হাসান আলী (৫৬) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) লালমনিরহাট সদর শাখার ব্যবস্থাপক। তিনি সদর উপজেলার হাড়ীভাংগা গ্রামের প্রয়াত তছির উদ্দিনের ছেলে।

পরিদর্শক জুলফিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান আলী রাকাবের চাপারহাট শাখায় ব্যবস্থাপক থাকাকালীন সময়ে জাল কাগজপত্র ও ভুয়া সই দিয়ে ঋণ প্রদানের মাধ্যমে চার লাখ ৪১ হাজার টাকা করে আত্নসাতের করেন।

ওই ঘটনায় গত বছরের ৩১ ডিসেম্বর দুদুকের (রংপুর) সহকারী পরিচালক মো.জাকারিয়া একটি মামলা করেন।

এ মামলায় মঙ্গলবার বিকালে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয় বলে জানান তিনি।