জেএসএস সদস্যের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বান্দরবানে থানচি উপজেলায় এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্যের বিরুদ্ধে।

বান্দরবান প্রতিনিধিচবাথুই মারমা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 02:47 PM
Updated : 25 June 2016, 02:47 PM

এ ঘটনায় দোঅংপ্রু মারমা নামে ওই কৃষক সাধারণ ডায়েরি করেছেন বলে জানান থানচি থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

দোঅংপ্রু মারমা বলেন, “শনিবার দুপুরে জেএসএস সদস্য মংবোওয়াংচিং মারমা ওরফে অনুপমের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমার ও ছোট ভাইয়ের সাড়ে তিন একর জমি মংবাহাই মারমাকে দখল করে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা জমিতে পিলার পুঁতে দেয়।”

মংবোওয়াংচিং মারমার জেএসএস সদস্য বলে নিশ্চিত করেন সংগঠনটির থানচি উপজেলা সভাপতি চসাংথুয়াই মারমা।

অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করে জেএসএস সদস্য মংবোওয়াংচিং বলেন, “আমাদের বিরুদ্ধে থানায় কোনো জিডি হয়নি।  

থানচি থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “দুটি পক্ষ একই জায়গার মালিকানা দাবি করছে। এ নিয়ে দোঅংপ্রু মারমা বিকালে থানায় জিডিও করেছেন।”

বিষয়টি সামাজিকভাবে কিংবা আইন আদালতের মাধ্যমে নিস্পত্তির তাগাদা দেওয়া হয়েছে বলে জানান তিনি।