চার ঘণ্টা বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরে যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 08:35 AM
Updated : 26 May 2016, 08:35 AM

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি পণ্যবাহী লরি বিকল হলে যানজট দেখা দেয়।

সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ খান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকামুখী একটি টালিবোঝাই লরির হাইড্রলিক ব্রেক হঠাৎ লক হয়ে গাড়িটি বিকল হয়ে পড়ে।

“এ সময় সড়কের এক লেন দিয়ে গাড়ি চলতে শুরু করায় যানজট হয়। ঘটনাস্থলের উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার করে যানজট হয়।”

সকাল সাড়ে ৮টার দিকে লক হওয়া ব্রেকটি ভেঙে লরি সরিয়ে নেওয়া হলেও মহাসড়ক যানজটমুক্ত করতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায় বলে তিনি জানান।

দুপুর ১২টার দিকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয় বলেও জানান তিনি।