একরাম হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১০ মে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 11:22 AM
Updated : 4 May 2016, 11:22 AM

বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।

ওই আদালতের পিপি হাফেজ আহম্মদ বলেন, তৃতীয় দিন ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন রাব্বি ও মোহাম্মদ সোহেল সাক্ষ্য দিয়েছেন।

পরে বিচারক আগামী মঙ্গলবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখেন বলে জানান তিনি।

২০১৪ সালের ২০মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযুক্ত ৫৬ জনের মধ্যে ৪০ জন কারাগারে আছেন। চারজন রয়েছেন জামিনে। ১২ আসামি পলাতক আছেন।