সৎ ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নয় বছর আগে শিশু সৎ ভাইকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 09:31 AM
Updated : 4 May 2016, 09:31 AM

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম (৩৪) পীরগাছা উপজেলার গঙ্গানারায়ণ গ্রামের নজ্জম আলীর ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসাদুলের মা নসিরন বেগম ও খালা নাজমা খাতুনকে আদালত খালাস দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানান।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৫ এপ্রিল সন্ধ্যার পর আসাদুল সৎ ভাই রেজোয়ান আলী (৬) নিখোঁজ হয়।  

এ ঘটনায় ওই দিনই রেজোয়ানের মা রীনা বেগম বাদী হয়ে আসাদুল, তার মা  ও খালাকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।

“পরের দিন বাড়ির পাশে পুকুরের বালুর নিচ থেকে রেজোয়ানের লাশ উদ্ধারের পর তিন আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ।”

পরে তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে ২০০৮ সালের ১৮ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে  আদালতে অভিযোগপত্র দেয় ডিবি।