পঞ্চগড় আদালতের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2016, 06:18 PM
Updated : 24 April 2016, 06:18 PM

রোববার রাতে আদালতের নেজারত শাখার লোহার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রামেশ্বর সাহার (৫২) লাশ পাওয়া যায়।

রামেশ্বর আদালতের সেশন সহকারী ছিলেন।

পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রাত ৯টার কিছু আগে আদালতের নৈশ প্রহরী আকবর আলী নেজারত শাখায় দরজা লাগানো হয়েছে কিনা তা দেখতে যান।

“ওই সময় দরজার তালা খোলা এবং ভেতরে লাইট জ্বালানো ও ফ্যান চলতে দেখে ভেতরে যান। গিয়ে দেখেন নাজির ও নায়েমের কক্ষের লোহার তৈরি গ্রিলের সঙ্গে রামেশ্বর সাহা ঝুলে আছেন।”

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাবে না।

রামেশ্বর সাহা জেলা জজ আদালতের পাশে শহরের কায়েতপাড়ায় বসবাস করতেন।

তার মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী চৈতি সাহা বলেন, বাবার উপর কাজের খুব চাপ ছিল। তাকে ছুটিও দেওয়া হতো না। কাজের অতিরিক্ত চাপে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথাও বলতেন।