‘পুলিশের ধাওয়া খেয়ে’ মোটরসাইকেল চালকের মৃত্যু

পুলিশের ধাওয়া খেয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 09:23 AM
Updated : 13 Feb 2016, 09:23 AM

শনিবার সকালে বনপাড়া-মৌখাড়া সড়কের গোয়ালফা এলাকায় রঞ্জু মিয়া (৩৩) মারা যান বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন।

এ সময় অপর আরোহী রেজাউল করিম (৩০) গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম সাংবাদিকদের জানান, পুলিশ মোটরসাইকেল আরোহী রঞ্জুকে থামতে বললেও তিনি দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন।

“পরে পুলিশ তাকে ধাওয়া করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।”

নিহত রঞ্জুর বোন সূর্য বেগম জানান, রঞ্জু নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ে সুপারি বিক্রি করতে বনপাড়া বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পুলিশ তাকে ধাওয়া করলে দ্রুত পালাতে গিয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) এমরান বলেন, রঞ্জুর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

রঞ্জু গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।