পুঠিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 07:03 AM
Updated : 7 Feb 2016, 07:03 AM

পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার রাতে মাইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহনাজ বেগম (৩৫)মাইপাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

ঘটনার পর তাদের ঘর থেকে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকা নিয়ে গেছে বলে জানান আবুল হোসেন।

এদিকে হত্যাকাণ্ডে আবুল হোসেন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে শাহনাজের স্বজনরা।

আবুল হোসেনের বরাত দিয়ে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার রাত ১০টার দিকে মাইপাড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে আবুল হোসেন স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান।

“শাহনাজ বাড়িতে একাই ছিলেন। লাশ তার শোয়ার ঘরে খাটের উপর পাওয়া গেছে। কম্বল দিয়ে লাশটি মোড়ানো ছিল। ঘরের দরজা ও সিন্দুক খোলা পাওয়া গেছে।

“শাহনাজের কপাল, পেট ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

স্ত্রীর লাশ দেখে আবুল হোসেন জ্ঞান হারালে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।

ওসি আরও বলেন, আবুল হোসেন পুলিশকে জানান- শনিবার তার ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা হয়। সন্ধ্যার আগে আবুল হোসেন হালখাতার আদায় হওয়া পাঁচ লাখ টাকা বাড়িতে রেখে যান।

রাত ৮টা থেকে ৯টার মধ্যে ওই টাকা লুটের সময় শাহনাজকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।  

শাহনাজের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, শাহনাজের কোনো সন্তান নেই। তার নামে শ্যামপুর এলাকায় প্রায় ১৪ লাখ টাকা মূল্যের সাত কাঠা জমি রয়েছে। সে জমি বিক্রি করার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

এর জের ধরে ভাড়াটে খুনি দিয়ে আবুল শাহনাজকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন সিরাজুল।