পঞ্চগড়ে ছোট দলও নির্বাচনের প্রচারণায়

আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও জাসদসহ অন্যান্য দলের প্রার্থীরা পঞ্চগড় পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 03:08 PM
Updated : 25 Nov 2015, 03:11 PM

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন মির্জা সারোয়ার হোসেন, সফিকুল ইসলাম, হুমায়ুন কবীর উজ্জ্বল, মোশারফ হোসেন ও আপেল মাহমুদ।

এছাড়া সম্ভাব্য একমাত্র নারী প্রার্থী জাকিয়া আনোয়ার।

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন বর্তমান পৌর মেয়র তৌহিদুল ইসলাম।

এছাড়া জামায়াতের মাওলানা আব্দুল খালেক এবং জাসদের আব্দুল মজিদ বাবুল সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, “কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ পেলে দলীয় একক প্রার্থী নির্ধারণ করা হবে।”

দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান তিনি।

বর্তমান পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন,“কেন্দ্রীয় কোন নির্দেশনা না পেলেও বিএনপির প্রার্থী নিশ্চিতভাবে আমিই হচ্ছি।”

পঞ্চগড় পৌরসভায় ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৭৫ জন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।