নড়াইলের দুই পৌরসভায় সরব সম্ভাব্য প্রার্থীরা

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। বিএনপির প্রার্থীদের প্রচারণা তেমন একটা দেখা যাচ্ছে না।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 12:25 PM
Updated : 30 Nov 2015, 04:49 AM

আগামী ৩০ ডিসেম্বর ভোট উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা ডিজিটাল পোস্টার, বিলবোর্ড,  ব্যানার, স্থানীয় স্যাটেলাইট চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

লিফলেট ও স্টিকারে ছেয়ে গেছে দুটি পৌরসভা শহরের অলিগলি, চায়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল।

সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী অনেকেই।

নড়াইলে তাদের মধ্যে কয়েকজন হলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা মহিলা আওয়ামী লীগের নেতা শিক্ষক আঞ্জুমান আরা, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মুনসুর বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সরব আছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন।

অন্যদিকে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডলসহ কয়েকেজন।

তবে বিএনপির প্রার্থীদের মধ্যে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। বিভিন্ন নাশকতার মামলায় এখনও বিএনপির অধিকাংশ নেতা-কর্মী এলাকার বাইরে ও কেউ কেউ হাজতে রয়েছেন।

কালিয়া পৌরসভা

কালিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা হলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তির চাচাত ভাই বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা এমদাদুল হক টুলু, সাবেক মেয়র একরামুল হক টুকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, বর্তমান মেয়রের ভাগ্নি ও পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী সোহেলী ইসলাম নিরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুজ্জামান হিরা, আওয়ামী লীগ নেতা ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট খোকন চন্দ্র সিকদার ও আওয়ামী লীগ নেতা লায়েক হোসেন।

দলীয় মনোনয়ন

এ বছর দলীয় প্রতীকে নির্বাচন হবে। একেক দল থেকে কেবল একজনই মনোনয়ন পাবেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রতিটি পৌরসভায় একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় নেতারা একক প্রার্থী মনোনয়ন দিতে না পারলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র থেকে এখন পর্যন্তু পৌর নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

“কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা সেভাবেই কাজ করব।”