কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

কুমিল্লার লাকসামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:28 AM
Updated : 24 Nov 2015, 05:47 AM

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ফতেহপুরে কুমিল্লা-নোয়াখালী-লাঙ্গলকোট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন লাকসামের রাজাপুর গ্রামের অটোরিকশা চালক জসিম উদ্দিন (৩০), রোজিনা আক্তার (২০), একই গ্রামের গৃহবধূ মোহসিনা বেগম (২৫), দামুচা গ্রামের আবুল কালাম (৩২) ও নাঙ্গলকোটের উরুরচাইল গ্রামের  আলী আক্কাসের মেয়ে নাসরিন আক্তার (২২)।

এদের মধ্যে আবুল কালাম পথচারী এবং বাকিরা অটোরিকশার যাত্রী ও চালক।

আহত রাজু মিয়াকে (২৬) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাকসামের খিলার বাসিন্দা রাজু পেশায় রাজমিন্ত্রি।

ওসি বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রাকের সঙ্গে লাকসামের ফতেহপুর এলাকায় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক, দুই যাত্রী এবং এক পথচারী মারা যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গৃহবধূ মোহসিনার মৃত্যু হয় বলে জানান ওসি।

নিহত নাসরিন আক্তার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা কলেজের স্নাতকের (সম্মান) ছাত্রী বলেও জানান ওসি।