উপকূলে পাখি গণনা শুরু

আবাসস্থল চিহ্নিত করতে উপকূলে জলচর পাখি গণনা শুরু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 11:04 AM
Updated : 23 Nov 2015, 11:04 AM

সোমবার ভোলা থেকে ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট’ (নেকম) এবং ‘বাংলাদেশ বার্ড ক্লাবের’ তিন সদস্যের একটি দল ভোলার খেয়াঘাট এলাকা থেকে ট্রলারে করে এ গণনা শুরু করে।

বাংলাদেশ বন বিভাগের এসআরসিডব্লিউপি প্রজেক্টের আওতায় ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালীর উপকূলীয় পাখি-সমৃদ্ধ ২৫-৩০টি চরে সাত দিনব্যাপী চলবে এ কার্যক্রম।

বিশেষ করে বঙ্গোপসাগরের কূল ঘেষা ভোলা, মনপুরা, হাতিয়া, নিঝুম দ্বীপ, দমার-চর, চর-শাহজালাল, সোনার চর ও ঢাল-চরসহ বেশ কিছু চরের অংশে পাখি গণনা করা হবে।

বন্যপ্রাণি গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিনের নেতৃত্বে জলচর পাখি গণনা, পাখির শীতকালীন গুরুত্বপূর্ণ আবাসস্থল চিহ্নিতকরণ এবং উপকূল অঞ্চলে বিপন্ন জলচর পাখি সংরক্ষণে এ কর্মসূচি শুরু হয়েছে।