হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক বরিশালে

জামায়াতের ডাকা হরতালে বরিশালে অভ্যন্তরীণ নৌ রুটে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 04:05 AM
Updated : 23 Nov 2015, 04:06 AM

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদার জানান, ভোর ৬টা থেকে নির্ধারিত সময়ে সবকটি লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

শনিবার রাতে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে এ হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।

এদিকে, হরতালের সমর্থনে বরিশাল নগরীতে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। এছাড়া জেলার কোথাও থেকে মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বরিশাল থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোর থেকে দূরপাল্লার কোনো বাস বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে যায়নি বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।