দুই ভাইয়ের যাবজ্জীবন

সিলেটের কানাইঘাট উপজেলার এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 01:13 PM
Updated : 22 Nov 2015, 01:13 PM

রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, কানাইঘাট উপজেলার সাউদ গ্রামের বড় হুনার ছেলে জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন ।

একইসঙ্গে তাদের বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে  ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আব্বাছ উদ্দিন, মুস্তাক উদ্দিন, ফায়াজ উদ্দিনকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর নদী থেকে পাথর বোঝাই নৌকা নিয়ে ফিরছিলেন কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে জামিল উদ্দিন ও জহির উদ্দিন।

নৌকা নিয়ে লোভা নদীর তিন গাঙ্গের মুখে এলে জাহাঙ্গীর ও আলমগীর পাথরগুলো অল্প টাকায় কেনার জন্য দরদাম করেন। এ সময় জহির ও তার ভাই তা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর, জাহাঙ্গীরসহ আরো ৪/৫ জন পাথর দিয়ে জহিরের মাথায় আঘাত করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহির।

ঘটনার পরদিন জামিল উদ্দিন বাদি হয়ে জাহাঙ্গীর ও আলমগীরের নাম উল্লেখ করে পাঁচ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. আব্দুস ছালাম পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।