রফিকুলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পল্লবী থানায় নাশকতার এক মামলার অভিযোগপত্র গ্রহণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 09:36 AM
Updated : 6 July 2015, 09:36 AM

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার পরোয়ানা জারির এই আদেশ দেন।

এ মামলার আসামিদের মধ্যে বিএপির চেয়ারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, সাবেক সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও রয়েছেন।

গত ২৬ জানুয়ারি বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বাসমালিক জাকির হোসেন মামলা করেন।

এরপর গত ৩০ এপ্রিল পল্লবী থানার উপপরিদশক (এসআই) আবু সাঈদ বিশেষ ক্ষমতা আইনে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্র আমলে নেওয়ার দিন আদালতে হাজির না হওয়ায় বিচারক ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

বাকি পাঁচ আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিনজন কারাগারে এবং দুইজন জামিনে রয়েছেন।