শমসের মবিন জামিনে মুক্ত

গ্রেপ্তার হওয়ার চার মাস পর উচ্চ আদালতের জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 09:56 AM
Updated : 22 May 2015, 10:17 AM

শুক্রবার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে কারাধ্যক্ষ নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

হাই কোর্ট গত ৬ মে শমসের মবিনকে দুই মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে তার মুক্তি আটকে থাকে। চেম্বার বিচারপতি গত ১৯ মে হাই কোর্টের রায় বহাল রাখলে সেই বাধা কাটে।

জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই বাছাই শেষে শুক্রবার দুপুরে শমসের মবিনকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। 

বছরের শুরুতে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৮ জানুয়ারি বনানীর ডিওএইচএস মসজিদ রোডের একটি বাসা থেকে শমসের মবিনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন গত ১৭ মে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মবিনসহ কারাবন্দি জ্যেষ্ঠ নেতাদের অবস্থা ‘সংকটাপন্ন’ বলে দাবি করেন এবং মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।