সালাহ উদ্দিন নিজেই লুকিয়ে ছিলেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিজেই ভারতে লুকিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2015, 11:33 AM
Updated : 13 May 2015, 11:56 AM

বুধবার সকাল ১১টার দিকে তেজগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আপনাদের মতো আমরাও শুনেছি। বিএনপি নেতা সালাহ উদ্দিন ভারতে রয়েছেন।

“সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে যাননি। বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণিত হল। সালাহ উদ্দিন সাহেব নিজেই আত্মগোপনে ছিলেন।”

সালাহ উদ্দিনের এই ছবিটি দ্য নর্থইস্ট টুডে থেকে নেওয়া

অন্তর্ধানের দুই মাস পর মঙ্গলবার ভারতের মেঘালয়ের শিলংয়ে হদিস মেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের। দুপুরে তার স্ত্রী হাসিনা জানান, শিলংয়ের হাসপাতাল থেকে তিনি স্বামীর ফোন পেয়েছেন।

অন্যদিকে শিলং পুলিশের পক্ষ থেকে বলা হয়, সঙ্গে কাগজপত্র না থাকায় তারা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

অসংলগ্ন আচরণের কারণে বাংলাদেশের এই সাবেক প্রতিমন্ত্রীকে প্রথমে একটি মানসিক হাসপাতালে পাঠানো হলেও পরে শিলংয়ের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।  

তবে গ্রেপ্তারের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলে দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হবে। উভয় দেশের কিছু নিয়ম-কানুন রয়েছে।”