ভোটের আগের দিন ঘরেই কাটালেন মনজুর

ভোটের আগের দিন ঘরে বসে পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের সঙ্গে কাটালেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 03:29 PM
Updated : 27 April 2015, 03:29 PM

সোমবার সকাল থেকে থেকেই উত্তর কাট্টলীর বাসায় ভিড় জমায় দলীয় নেতাকর্মী ও সংবাদকর্মীরা।

সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত ‘নির্ভার’ মনজুর নিজের বাড়ির বৈঠকখানায় হাসিমুখেই তাদের সাথে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন।

বিকালে স্ত্রী, পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনিদের সময় দেন তিনি।

দুপুরে উপস্থিত সংবাদকর্মীদের কাছে মঙ্গলবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন সদ্য সাবেক মেয়র মনজুর আলম।

তিনি বলেন, “পাঁচ বছর সিটি করপোরেশন পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেছি। আশা করি এর প্রতিদান পাব।”

তার বড় ছেলে সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনজুর আলম তার পিতা-মাতা এবং দাদা-দাদির কবর জিয়ারত করেই বাসায় এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

সরওয়ার বলেন, “আমরা আশা করছি, সাধারণ মানুষ সকল প্রতিকূলতা কাটিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবে।

বিএনপির সমর্থন নিয়ে মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে কমলালেবু প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

মনজুর গত ২০১০ সালের ১০ জুন তার রাজনৈতিক গুরু এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

মনজুর আলম মঙ্গলবার সকালে স্থানীয় হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে।