ভোট সুষ্ঠু হলে কমলা লেবুর জয়: মনজুর

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেই চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম বলেছেন, ভোট সুষ্ঠু হলে তিনিই বিজয়ী হবেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 02:58 PM
Updated : 25 April 2015, 03:25 PM

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর দেওয়ান বাজার, খলিফা পট্টি, আন্দরকিল্লা এলাকায় গণসংযোগের সময় একথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ নগরবাসী সিটি নির্বাচনে ঘোচাবে। ভোটাররা নিরাপদে ভোট দিতে পারলে কমলা লেবুর বিজয় কোনো অপশক্তি ঠেকাতে পারবে না।”

কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়ার আহবান জানান বিদায়ী এই মেয়র।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়রপ্রার্থী মনজুর আলম দেওয়ান বাজারের দিদার মার্কেট, ঘাটফরহাদবেগ, কোরবানিগঞ্জ, লামাবাজার, বউ বাজার, জেল রোড, পাথরঘাটা টেরি বাজার এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে বিএনপির নগর কমিটির সহ-সভাপতি শামসুল আলমও ছিলেন। 

এদিকে শনিবার দেওয়ানহাটে মনজুরের পোলিং এজন্টেদের কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সিটি নির্বাচন নিয়ে সরকারে মধ্যে ব্যালট আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানির অভিযোগও করেন তিনি।

মনজুরের ১২শ’র বেশি পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দিতে নোমানের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সহযোগিতা দেয় ডেমোক্রেসি ওয়াচ।

কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক সচিব ইসমাইল জবি উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সমন্বয়কারী আব্দুল ওয়াহাব কাশেমী।