সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগ জাপার মিলনের  

ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 02:08 PM
Updated : 29 March 2015, 02:08 PM

রোববার ঢাকা দক্ষিণের নির্বাচন কমিশন কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের কাছে নিজের অভিযোগ জানান তিনি।

২৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোটে অংশ নিতে প্রার্থিতার আবেদন জানানোর শেষ দিন রোববার মিলনের আগে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

মনোনয়নপত্র জমা দিয়ে মিলন সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই। সরকারি দল সমর্থিত প্রার্থী মন্ত্রী-এমপিদের নিয়ে সভা সমাবেশ করছেন।

“মনোনয়নপত্র জমা দিতে আসার সময় আমাকে গাড়ি নিয়ে ঢুকতে দেয় নাই। কিন্তু আমি শুনেছি, সরকারি দলের প্রার্থী তিনটা গাড়ি এবং কয়েকশ লোক নিয়ে প্রবেশ করেছে।”

বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়া যায় সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় গাড়ি নিয়ে ভেতরে ঢোকেন এবং ওই সময় কমিশন কার্যালয়ের ভেতর তার সঙ্গে ৫০ জনের বেশি নেতা-কর্মী ছিল।

এর ব্যাখ্যায় খোকন সাংবাদিকদের বলেন, “আমার পায়ে সমস্যা থাকায় গাড়িটা ভেতরে ঢুকিয়েছি। নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে আমরা পাঁচজনই গিয়েছিলাম। অন্যান্য যাদের দেখেছেন, ওরা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।”

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মিলন বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কঠোর হস্তে দমন করতে না পারলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।”

ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে নির্বাচন কর্মকর্তারা বলে আসছেন, তারা কোনো প্রার্থীকে ছাড় দেবেন না।