অভিযোগ পেলে ব্যবস্থা: মিহির সারওয়ার

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 02:39 PM
Updated : 28 March 2015, 03:00 PM

শনিবার মহানগর নাট্যমঞ্চে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিহির সারওয়ার বলেন, “আমাদের কাছে নিরাপত্তার বিষয়ে এক প্রার্থী অভিযোগ করেছেন। আমরা সঙ্গে সঙ্গে সেটা থানায় পাঠিয়ে দিয়েছি। অন্যকোন অভিযোগ আসেনি।”

এ সময় একজন সাংবাদিক জানতে চান- বিএনপি সমর্থক প্রার্থীরা অভিযোগ করছেন তাদের পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা হয়রানি করছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেবে?

জবাবে মিহির সারওয়ার বলেন, “যারা চাইবে, তাদের আনীত অভিযোগ আমরা দেখবো। কারণ এখানে অনেক প্রার্থী হবে। সত্যিই যদি এ ধরনের হয়ে থাকে, প্রচারণার ক্ষেত্রে বা চলাচলের উপরে… যদি ব্যক্তিগত কোন সমস্যা না থাকে, ব্যক্তিগতভাবে যদি ফ্রি এবং ফেয়ার থাকে, তাহলে আমরা সর্বাত্মক সহায়তা করবো।”

আগামী ২৮ এপ্রিল ভোটের তারিখ রেখে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২৯ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন, ১ ও ২ এপ্রিল বাছাই এবং ৯ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন।

অপর প্রশ্নের জবাবে মিহির সারওয়ার বলেন, “আমরা এখন ভালোভাবে কালকের কাজটি (মনোনয়নপত্র) করতে চাই। আপনাদের তৃতীয় চোখ আমাদের দিকে রাখেন, দেখেন আমরা কীভাবে কাজটি করতে চাই।”

মিহির সারওয়ার জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত ঢাকা দক্ষিণে ৭৮ জনকে নোটিস দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ জন ক্ষমা চেয়েছেন।

তফসিল ঘোষণার পরই নির্বাচনী এলাকায় লাগানো পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ অন্যান্য প্রচার সামগ্রী প্রত্যাহারে সময় বেঁধে দেয় ইসি।

এরপর বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের নোটিস দেওয়া হয়।