খালেদাসহ বিএনপির ২১ নেতাকে বঙ্গভবনের সংবর্ধনায় আমন্ত্রণ

স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াসহ বিএনপির ২১ শীর্ষ নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 12:13 PM
Updated : 26 March 2015, 10:56 AM

বঙ্গভবনের ডেসপ্যাচ শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বাবু ও রফিকুল ইসলাম রোববার ২১টি আমন্ত্রণপত্র গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দেন।

ওই কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আমন্ত্রণপত্রের প্যাকট গ্রহণ করেন।

রফিকুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, “আমরা বঙ্গভবনের চিঠি বিলি শাখা থেকে আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় এগুলো দেওয়ার কথা। ওই অফিস তালাবন্ধ থাকায় গুলশানের অফিসে দিয়ে গেলাম।”

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় বঙ্গভবনের প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি অতিথি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ সমারিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।